নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে সহিংসতা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে জালভোট কমেছে তবে সহিংসতা বেড়েছে। নির্বাচনের দিন সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কাজী রকিব সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি বলেন, ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৬ হাজার ৮৮৪ টি। এর মধ্যে অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সিইসি বলেন, ভোটের আগের রাতে জালভোট দেওয়ার একটি ঘটনা ঘটেছে। অনিয়মে জড়িত থাকার কারণে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সময় বিভিন্ন স্থানে মোট সাতজন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক।