Posted on

বায়োমেট্রিকে ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত, তারানার ধন্যবাদ(ভিডিও)

Sim-550x303সালমা পারভীন : বায়োমেট্রিক পদ্ধতিতে ৪ জুন পর্যন্ত ১১ কোটি ৬০ লাখ সিম পুনঃনিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এর মধ্যে নির্ধারিত সময় পর্যন্ত ১১ কোটি ২১ লাখ এবং পরবর্তী চারদিনে ৩৮ লাখ ৩৮ হাজার সিম পুনঃনিবন্ধিত হয়েছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে রোববার সচিবালয়ে মোবাইল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ তথ্য জানান তারানা হালিম।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সবশেষ এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৬টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার।

রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে সিম পুনঃনিবন্ধন করায় গ্রাহক, মোবাইল ফোন অপারেটর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল ফোন অপারেটর প্রতিনিধি এবং টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

https://www.youtube.com/watch?v=OlZ3CRvQBL8