সাজ্জাদুল হক : রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকালে গুলশানের দলীয় রাজনৈতিক কার্যালয়ে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
খালেদা জিয়া বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার জন্য অনেক জায়গা রয়েছে। কিন্তু বিদুৎকেন্দ্র নির্মাণের জন্য কেন রামপালকে বেছে নেওয়া হয়েছে। নিশ্চিত সুন্দরবনকে ধ্বংস করা জন্য। সুন্দরবন ধ্বংস হলে আমাদের প্রিয় মাতৃভূমি আর বাসযোগ্য থাকবে না। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে ধ্বংস হবে সুন্দরবন, নষ্ট হবে জীববৈচিত্র্য।
বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশের কোনো নাগরিকই এটা মানতে পারে না, পারবে না, মানবে না। ঘোটা বিশ্ব যখন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে অনিবার্য বিপদ নিয়ে উদ্বিঘœ, তখন জেনে শুনে দেশ ও তার কোটি কোটি অধিবাসীকে নিশ্চিত বিপদের দিকে ঠেলে দেওয়ার যে কোনো অপচেষ্টা প্রতিবাদ করার দায়িত্ব আমাদের সকলের।
তবে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা দেননি খালেদা জিয়া। তিনি বলেন, একদিকে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র পানি প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। এর ফলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক মরুকরণ শুরু হয়েছে। এখন দক্ষিণাঞ্চলে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশ আর বাসযোগ্য থাকবে না। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জায়গা অনেক আছে। তবে সুন্দরবনের কোনো বিকল্প নেই।
খালেদা জিয়া অভিযোগ করেন, ‘অনির্বাচিত’ সরকার জবরদস্তিমূলকভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প করছে। ‘স্বৈরাচারী’ এই সরকার জনমতকে গ্রাহ্য করছে না বলেও অভিযোগ করেন তিনি।