নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহারে পদ্মা নদীর তীর থেকে দুইশ সোনার বারসহ পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব -১১ এর অ্যাডজুটেন্ট স্টাফ অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, উদ্ধার সোনার ওজন প্রায় ২৩ কেজি।
একটি সিন্ডিকেট ওই সোনা নদীপথে পচারের চেষ্টা করছিল। সেই খবর পেয়ে শুক্রবার সকালে সেখানে অভিযান চালায় র্যাব। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় বা অভিযানের বিষয়ে আর কোনো তথ্য দেননি তিনি।
বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে র্যাব-১১ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।