জয়যাত্রা ডেস্ক:
নিজেই লেখেন সুর করেন এবং কণ্ঠ দেন। এর বাইরে বাংলা গানের প্রায় সব ধরণের গানেই রয়েছে অসামান্য দখল।
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে গানের রিয়ালিটি শো ২০০৫ এর প্রতিযোগিতার মাধ্যমে প্রবেশ করেন গানের জগতে।
এর আগে ছায়ানটের লোকসংগীত বিভাগে শেখার পাশাপাশি সাশ্রীয় সংগীতের তালিম নেন দেশ বরণ্য বেশ কয়েক জন উস্তাদের নিকট। ইতি মধ্য তার দুটি এলবাম প্রকাশ হয়েছে। সেখানে নিজের যোগ্যতার সাক্ষরও রেখেছেন, একলা পৃথিবী ও চোখের জলে মনেপরে এলবামের গান গুলো শুনলেই বুঝা যায়।
এবার প্রকাশ হতে যাচ্ছে তার ৩য় এলবাম (বন্ধু)। এলবামের জন্য লেখা সবগুলো গানের কথা তার নিজের লেখা সুর করেছেন জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ, মনা সেন ও শিল্পী নিজে।
আগের দুটি এলবাম থেকে এই এলবামটি কিছুটা ভিন্য আঙ্গিকে সাজিয়েছেন এবং শ্রোতাদের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা করেন লেখক আনোয়ার হোসেন।