ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি :আমাদের ভাবনা সৈয়দপুরের উন্নয়ন নিয়ে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাংবাদিক ও সুধীজনের সাথে নবাগত সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এক মতবিনিময় সভার আয়োজন করে।
১০ অক্টোবর উপজেলা মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুরের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে বক্তব্য বলেন, প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম. সাকির হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মকসুদ আলম, সাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি এম.এ করিম, প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আর আলম ঝন্টু, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, কার্যকরি সদস্য এম.ওমর ফারুকসহ অনেকে।
বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার এস এম কিবরিয়া। এ সময় নবাগত ইউএনও বলেন, উপজেলায় বাল্যবিয়ে, ধুমপানমুক্ত ঘোষণা, জলাবদ্ধতা দুরীকরণ, ফুটপাত দখলমুক্ত, ভেজাল খাবার বন্ধ, সৈয়দপুর হাসপাতালের চিকিৎসা সেবা, ঢাকা কোচ স্ট্যান্ড সমস্যা, সরকারি জায়গা দখলমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। তবে এ বিষয়গুলো নিয়ে তিনি সবার সাথে একের পর এক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন।
এছাড়াও বক্তব্য বলেন, সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলীসহ অনেকে।