জয়যাত্রা ডেস্কঃ
আসিফ ইকবালের কবিতা
১৯৮৪ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রথম গান লিখেন গীতিকার আসিফ ইকবাল। বাচ্চুর মৃত্যুতে স্মৃতিকাতর আসিফ এবার এই গায়ককে নিয়ে লিখলেন কবিতা—
নিয়েছো শুধু বেদনা যতো
তোমারই করে
প্রতিদানে দিয়ে গেছো ভালোবাসা ততো
হৃদয় ভরে
তারপর হাসিমুখে নিয়েছো বিদায়
আকাশেরও—ওপরে
আমাদের নিঃস্ব করে
তোমাকে ভোলা যাবে না
ভোলা যাবে না যাবে না কিছুতে
তুমি থেকে যাবে তোমারই গানে
নীরব অশ্রুপাতে।
ইমরানের শ্রদ্ধা
আগে থেকেই ঠিক ছিল ১৮ অক্টোবর সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘মেঘের ডানা’ গানের ভিডিও প্রকাশ করবেন ইমরান। কিন্তু এদিন সকালে প্রিয় গায়কের মৃত্যুতে সিদ্ধান্ত পরিবর্তন করেন এ গায়ক। ‘একটি বিশেষ ঘোষণা’ শিরোনামে ইমরানের পক্ষ থেকে
ফেসবুকে একটি চিঠি প্রকাশ করে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান। তাতে লেখা ছিল, “প্রিয় দর্শক-শ্রোতা, বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ধ্রুব মিউজিক স্টেশন থেকে আজ পূর্বনির্ধারিত ইমরান মাহমুুদুলের ‘মেঘের ডানা’ প্রকাশ হচ্ছে না।”
রাফসানের আফসোস
আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন খুদে শিল্পী রাফসান। অনেকে তাঁকে জুনিয়র আইয়ুব বাচ্চু নামেও ডাকা শুরু করে। নজরে এলে রাফসানের গায়কির প্রশংসা করেন বাচ্চু নিজে। একদিন এবি কিচেনে এসে বাচ্চুর সঙ্গে দেখাও করেন রাফসান। আইয়ুব বাচ্চু বলেছিলেন রাফসানকে গানের অ্যালবাম করে দেবেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ভেস্তে গেলো খুদে এই গায়কের স্বপ্ন! গুরুর জন্য আফসোস করে বেড়াচ্ছেন রাফসান। তবে তাঁর দেওয়া উপদেশ মতো গিটার শিখবেন। একদিন বড় গিটার বাজিয়ে হয়ে তাঁকে ঘিরে আইয়ুব বাচ্চুর মনের ইচ্ছা পূরণ করতে চান নেত্রকোনার এই গায়েন।কালের কন্ঠ