জয়যাত্রা ডেস্কঃ
ঘরের মাঠে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে চেলসি। টেবিলের তলানির দিতে থাকা ফুলহামের বিপক্ষে পেদ্রো ও লোফটাস চিকের গোলে জয় পেয়েছে ব্লুজরা।
নিজেদের আঙ্গিনায় চেলসির জয়টি ছিল ২-০ ব্যবধানে। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের কাছাকাছি চলে গেছে মাওরিসিও সাররির দল।
স্টামফোর্ড ব্রিজে চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় চেলসি। এসময় চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। প্রথমার্ধে পাওয়া এ গোল নিয়েই বিশ্রামে যায় ব্লুজরা।
বিরতির পর ম্যাচের ৮২তম মিনিটে স্বাগতিদের ব্যবধান দ্বিগুণ করেন রুবেন লোফটাস-চিক। পেদ্রো, এদেন আজারের পা ঘুরে ডি-বক্সের ডানদিকে বল পেয়ে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই মিডফিল্ডার। তার গোলের পর ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এ জয়ের পর ১৪ ম্যাচে চেলসির সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। একই ম্যাচ ব্যবধানে চেলসির চেয়ে দুই পয়েন্ট বেশি তালিকার দ্বিতীয় স্থানে লিভারপুল। অনলাইন