ফিরোজ কবির শাওন: রাস্তা হিসেবে রেকর্ড হওয়া ভূমি লিজ নিয়ে দুর্নীতি করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তাসহ ৪৮ জনের বিরুদ্ধের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ৪৮ আসামির মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তা।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে মিথ্যা তথ্য প্রদানপূর্বক নিজেদেরকে অন্যায় লাভে লাভবান করার উদ্দেশ্যে কিংবা অন্যদেরকে অন্যায়ভাবে লাভবান করার উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯৮০ বর্গফুট রাস্তা (আবেদনকারীগণ প্রত্যেকে ৪৫ বর্গফুট) বরাদ্দ গ্রহণ/প্রদান করে দণ্ড বিধি’র ৪৭৭ এ/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার আসামিরা হলেন— ডিএসসিসি’র সাবেক প্রশাসক খলিলুর রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের সাময়িক বরখাস্ত হওয়া সার্ভেয়ার মুহাম্মদ মুরাদ হোসেন, মুহাম্মদ বাচ্চু মিয়া, ওয়ারীর তাসাব্বির হোসেন, শহিদুল হাসান (সাগর), ওয়ারী, আজিমপুরের গিয়াস উদ্দিন, ওয়ারীর সারোয়ার হাসান (আলো), সূত্রাপুরের এ. এস. এম. এ কাদের, ফাহমিদা আক্তার কুমকুম, সুরাইয়া আক্তার, ফারিয়া আক্তার নিশা, ফরহাদ হোসেন, ওয়ারীর নজরুল ইসলাম (বিপ্লব), মফিজুর রহমান পাবেল, ফারুক হোসেন, টিকাটুলীর মানিক মানবিক, শ্যামপুরের আব্দুল আজিজ, যাত্রাবাড়ীর প্রাণতোষ চন্দ্র সরকার, সূত্রাপুরের মোহাম্মদ হাবিবুল হক, এহেসান উদ্দিন সাহিন, হাফিজ উদ্দিন (পাবেল), আমিনুল ইসলাম, রফিকুল বারী চৌধুরী, এনামুল হক, আ. হাদি, সূত্রাপুর, ঢাকা, ওয়ারীর হাজী আবুল হোসেন, ইকবাল হাওলাদার, খিলগাঁওয়ের মনিরুজ্জামান, ওয়ারীর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, সূত্রাপুরের রশিদুল হক ভূঁইয়া, আকলিমা মালেক নিপা, গেন্ডারিয়ার ইলিয়াস হোসেন, ওয়ারীর নজরুল ইসলাম, নার্গিস ইসলাম, শফিকুল ইসলাম, সিদ্ধেশ্বরীর আবিদ রশিদ, ওয়ারীর এম, আনোয়ার পারভেজ, ওয়ারী, বংশালের হাজী মো. আরমান, বাড্ডার জামিল আহ্মেদ চিশতী, সূত্রাপুরের সালেহ মোহাম্মদ কবির, বাতেনুর হক বাঁধন, গাজীপুরের মো. রানা, ওয়ারীর সুনিল চন্দ্র পাল, মোকলেসুর রহমান, নুরজাহান বেগম ও এহসানুল আলম।