মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০২ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘০২ ব্যাচ’ এর উদ্যোগে ঈদের নতুন কাপড় দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা শহরের রেলকলোনী, তিন মাইল, ডেভিড কোম্পানীপাড়াসহ কয়েকটি এলাকার ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে এই কাপড় দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা শহরের রেলকলোনীতে জুম বাংলাদেশ স্কুল চত্ত্বরসহ ওইসব এলাকায় গিয়ে নতুন এসব কাপড় বিতরণ করা হয়।
কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন ০২ ব্যাচের নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, শাহরুখ খান রাসেল, মো. রয়েল হাসান, খন্দকার সোমেল, মো. রন্জন, নুরুল আলম রকি, রউশন কবির রানা, তামজিদ হাক্কানি, রোকশান রিমা, হাসান আব্দুল্লাহ আল মামুন রঞ্জন ও মাহমুদুল হাসান মুরাদ প্রমুখ।
এর আগে ০২ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ, শীতকালে শীতবস্ত্র, ঈদের খাদ্যসহ নতুন কাপড় ও করোনায় কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জনসেবামূলক কর্মকা- বাস্তবায়িত হয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ০২ ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান রোজ।
গাইবান্ধার সাত উপজেলার এসএসসির ০২ ব্যাচের কেউ চাইলে এই সংগঠনটির সাথে যুক্ত হতে পারেন। যোগাযোগ-রাকিব হাসান রোজ,গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মোবাইল নম্বর- ০১৭১৩-১৯৮৯১০ ও নাহিদ হাসান চৌধুরী রিয়াদ-০১৭১৭৪৫১৫০২।