
Exif_JPEG_420
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি: চলতি রবি মৌসুমে বগুড়ার সোনাতলায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২শ’ জন কৃষকের মধ্যে গত শনিবার বিকেলে বিনামূল্যে বিভিন্ন প্রকার বিজ ও সার বিতরণ করা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে বিজ-সার বিতরণ করেন ও বক্তব্য দেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রাব্বানী,যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদেরসহ অনেকে।