শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহীন মিয়াকে(৪০) গ্রেফতার করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এএসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দুপুরে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত সিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহীনকে গোবিন্দগঞ্জ বন্দর থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আফজাল হোসেন জানান, শাহীন দীর্ঘদিন থেকে পলাতক ছিল- তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।