শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ভট্টবালিয়াঘাটা সরকারি জমিতে অবৈধ ভাবে মাছের ঘের করায় একটি রাস্তায়ধ্বস দেখা দিয়েছে। জনগুরুত্ত্বপূন এই রাস্তাটির ভাঙ্গনে এলাকা বাসির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। তারা ভোগান্তি থেকে মুক্তি পেতে অভিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসি জানান, খুলনা-মোংলা মহাসড়কের পাশের খানপুর ইউনিয়নের ভট্টবালিয়াঘাটা এলাকায় আবুমুসা তালুকদারের স্ত্রী লুনা আক্তার সড়ক ও জনপথ কিভাগের সরাকারি জমি দখল করে মাছের ঘের করেছে। এই ঘেরে বিভিন্ন সময় মাটিকাটা ও পানি সেচের ফলে পাশ্ববর্তী বাস্তার ব্যপক ক্ষতি হয়েছে। সম্প্রতি রাস্তাটিতে ব্যপক ফাটল দেখা দিয়েছে। ফলে গ্রাম বাসির যাতায়াত করতে পারছেনা।