এম আর অভি,বরগুনা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে ডাকাতির আভিযোগে বরগুনায় ৯ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার (২৪-১১-২০) সকালে তাদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে। আটককৃতরা হলো – সোহেল সুমি ট্রলারের মাঝি ইব্রাহিম ,রাসেল,মিরাজ ,বেল্লাল, শাহজাহান, আল-আমিন, ইয়াসিন, মিরাজ ও মজুর।
সাতক্ষীরা জেলার ট্রলার মালিক হালিম বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সকলের বাড়ি পাথরঘাটায়।
পাথরঘাটা থানা সূত্রে জানাগেছে গত ১০ নভেম্বর বঙ্গোপসাগরে ফেরার ওয়ে বয়ার কাছে জাল ফেলে মাছ শিকার করছিল সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাসের ট্রলারের জেলেরা। এ সময় পাথরঘাটা রিপন দফাদারের সোহেল-সুমি ট্রলারটি হালিম বিশ্বাসের ট্রলারের পাশে নোঙ্গর করে। হালিম বিশ্বাসের ট্রলারের থাকা জাল দড়ি সহ প্রায় চার লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় পাথরঘাটা রিপন দফাদারের সোহেল-সুমি ট্রলারের ১৫ জেলেরা। এ সময় বাঁধা দিলে হালিম বিশ্বাসের ট্রলারের সাইফুল্লাহ , শাহনুর আলম, গোলাম রসূল ও কামাল হোসেন এই ৫ জেলেকে পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা।
এ ঘটনায় সাতক্ষীরা জেলার ট্রলার মালিক হালিম বিশ্বাস ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামী করে বরগুনার পাথরঘাটা থানায় অভিযোগ দায়ের করলে পাথরঘাটা থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত সোমবার তাদের আটক করেন।
৯ ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাঈদ আহম্মেদ জানান, আজ সকালে তাদের ৯ জনকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। তিনি আরও জানান, আমরা ডাকাতির কাজে ব্যবহ্রত ট্রলার ও ডাকাতি কৃত জাল সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছি। পাশাপাশি বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।