মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার আগামী ১০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে পলাশবাড়ি পৌর এলাকার বাইরেও উপজেলার আনাচে-কানাচেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২২ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর প্রশাসক আবু বকর প্রধান (আ’লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি), মজিবুর রহমান (জাতীয় পার্টি), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ বিদ্রোহী), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও মো. আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব জানান, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন।
ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
ধর্ষণ করার ধারণকৃত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আবারও ধর্ষণের অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল (৪৭) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ৩ মার্চ ন্যাশনাল সার্ভিসে চাকরির জন্য প্রত্যয়ন নিতে ধর্ষণের শিকার নারী ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল তাকে রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় কৌশলে চেয়ারম্যান ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই নারীকে ধর্ষণের ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। সর্বশেষ গত ১১ নবেম্বর নির্যাতিতার বাড়িতে গিয়ে তার স্বামীর অনুপস্থিতে ধর্ষণের সময় আশেপাশের লোকজন টের পেলে চেয়ারম্যান বাদল পালিয়ে যায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মজিবর রহমান জানান, বুধবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, ওই চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল স্থানীয় লেংগা বাজার বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ২০১৭ সালে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনি দীর্ঘদিন কারাবাস করে। পরে জামিনে বেরিয়ে এসে সে ধর্ষণের মামলা মিমাংসা করে মামলা থেকে রেহাই পায়।