মো: শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি ঃ
‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ২দিন ব্যাপি ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ উদ্ধোধন করা হয়েছে।
সকালে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত এ মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক কর্মকর্তা মো.বাকী বিল্লাহ, এসিলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, সরকারি এস, এম কলেজের অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, প্রভাষক জহিরুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, উপজেলা স্কাউট সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রি প্রমুখ।
উপজেলার ২১ শিক্ষা প্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করে।