দুলাল বিশ্বাস,গোপালগঞ্জ প্রতিনিধি:
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ একসাথে রুখতে গোপালগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক সিকদার নুর মোহাম্মদ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব সরোজ কান্তি বিশ্বাস, সদস্য প্রাণতোষ আচার্য্য শিবু, সাবেক ব্যাংকার ও মুক্তিযোদ্ধা সুকদেব মন্ডল, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আকবর আলী মোল্লা, রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক দুলাল বিশ্বাস, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী গোপালগঞ্জ জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা বিশ্বাস প্রমূখ। বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জেলার মতো গোপালগঞ্জেও এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।