মো: শামীম আহসান মল্লিক,বাগেরহাট প্রতিনিধি
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান নিয়ে মৌলবাদীদের উস্কানী মূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে জেলা মহিলা আওয়ামীলীগ। বুধবার সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ মিছিল ও মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড,সিতা রানী দেবনাথ , সাধারণ সম্পাদক এ্যাড.শরিফা খানম , যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রীনা সুলতানা প্রমূখ। বক্তারা অবিলম্বে মৌল বাদী নেতা বাবু নগরী ও মামুনুলহককে জাতীর কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া উসকানি মূলক বক্তব্য প্রত্যাহারের আহবাদ জানান।