মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অংশ গ্রহণ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় পলাশবাড়ী উপজেলা শাখার যুগĄ সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এব্যাপারে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব গঠনতন্ত্রের বিরোধী কাজ করায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাকে পলাশবাড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর পলাশবাড়ি উপজেলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।