মো: শামীম আহসান মল্লিক,বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে জনস্বাস্থ্য, স্বাস্থ্য সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা এবং করোনা ভাইরাস প্রতিরোধে কোভিট ১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সদর ইউনিয়ন এলজিএসপি-৩, ২০১৯-২০২০ অর্থ বছরে প্রকল্পের উদ্যোগে এ সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. দোলোয়ার হোসেন। ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিএসপি বাগেরহাট জেলা সহায়ক পার্থ প্রতিম সেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারি কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম প্রমুখ।
২শ’ পরিবারের মাঝে মাক্স, স্যানিটাইজার, সাবান ও বিলিসিন পাউডার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।