মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটার মধ্য দিয়ে মুজিব কর্ণারের শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.কায়কোবাদ আকঞ্জী, কনসালন্টেন (ফিজিওথেরাপি) আব্দুল কাদের ও স্থানীয় সুধিবৃন্দ।