শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন পাালিত হয়েছে। দিনটি উপলক্ষে দুপুরে কচুয়া শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে এ কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু, শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায় প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।