শামীম রেজা ডাফরুল,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে প্রিমিয়ার লীগের টি-২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ মাঠে উক্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ ও সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রভাষক দীপক কর দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, প্রভাষক তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরকার, ধারা ভাষ্যকার রবিউল ইসলাম ও আজিজুল হক, সাবেক ছাত্রলীগ নেতা আলকাছ উদ্দিন সরদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিলয় চৌধুরী, যুবলীগ নেতা সোহেল প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম হিরু, ক্রিকেট একাডেমির সভাপতি রাসেল শেখ, কোচ রিফাত আল মামুন ও সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। ফাইনাল খেলায় আলহাজ্ব মমতাজ মন্ডল ক্রিকেট একাডেমি জয়ী এবং ঢাকার ডেমরা স্পোটিং ক্লাব রানার্স আপ হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা সিরিজের পুরস্কার লাভ করেন রাসেল সরকার। খেলায় আম্পারের দায়িত্বে ছিলেন প্রাঞ্জল ও অভি প্রধান।