মো.নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি:
হাইকোটের রিটে কমিটি স্থগিত করার পরও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক(এডহক)কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আহবায়ক কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি ও পুলিশ সুপারকে সহ-সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত আদেশে আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নিয়মিত কমিটির নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। কমিটির আবশিষ্ট সদস্যরা হলেন-মো. আবু বকর সিদ্দিক, মৃদুল মোস্তাফিজ, মো. পিয়ারুল ইসলাম, শাহ আহসান হাবীব। উল্লেখ্য- গত ৫ নভেম্বর গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত কমিটির নির্বাচন হয়। গতকাল বিকেলে জেলা প্রশাসক মো. আবদুল মতিন আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়।
এবিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন বলেন, এই আহবায়ক কমিটির প্রস্তাব পাঠানোর পর কমিটির স্থগিত চেয়ে আমরা হাইকোর্টে রিট করি। তখন হাইকোর্ট এই আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করে। ফলে আগের নির্বাচিত কমিটি বহাল রয়েছে।