ক্রীড়া প্রতিবেদক: শেষ দিকের গোলে হোঁচট খেলো লিভারপুল। ইংলিশ প্রমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট তালিকার তলানির দল ওয়েস্ট ব্রম আলবিওনের কাছে পয়েন্ট হারিয়েছে অল-রেডরা। ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে।
সোমবার ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই বল দখলের আধিপত্য দেখায় লিভারপুল।
১২ মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে আরো কয়েকবার লিভারপুল কাঁপন ধরায় প্রতিপক্ষ সীমান্তে। তবে নিশানাভেদ করতে পারেনি তারা।
ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে আক্রমণের সেই ধারা অব্যাহত রাখতে পারেনি, ইয়্যোর্গেন ক্লপের দল। সেই সুযোগে ৮২ মিনিটে আজায়ির গোলে সমতায় ফেরে ওয়েস্ট ব্রম। বাকি সময় আর সমতা ভাঙতে পারেনি কোন দল।
১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান অলরেডদের। সমান ম্যাচে ১৯তম স্থানে থাকা ওয়েস্ট ব্রমের পয়েন্ট আট।