জয়যাত্রা ডেস্ক :
অবশেষে মার্কিন কংগ্রেসের যৌথসভায় জো বাইডেনকে দেশের ৪৬তম প্রেসিডেন্ট চূড়ান্ত করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার দিনের শুরুতে ক্যাপিটল হিলে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক হামলা চালায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা।
এ সময় সেখানে কংগ্রেসের অধিবেশনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার কথা ছিল এতে। কিন্তু ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকদের হামলায় প্রথম দফায় তা ভেস্তে যায়। সিনেটররা সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে গিয়ে প্রাণ বাঁচান।
পরে আবার অধিবেশন বসে। তাতেই বাইডেনকে দেশের ৪৬তম প্রেসিডেন্ট চূড়ান্ত করা হয়েছে। ফলে তার সামনে এখন আর কোনোই বাধা রইল না।
আগামী ২০ শে জানুয়ারি তিনি শপথ নেবেন। ব্রেকিং হিসেবে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
এদিকে, গতকালের ঘটনার পর পদত্যাগের হিড়িক পড়েছে হোয়াইট হাউসে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির দু্ই সহযোগী ইতিমধ্যে পদত্যাগ করেছেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েনসহ আরও কয়েকজন পদত্যাগ করবেন বলে চিন্তাভাবনা করছেন।
অপরদিকে, মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলায় চারজনের নিহত হওয়া এবং নিরাপত্তারক্ষীসহ অনেকের আহত হওয়ার ঘটনায় ট্রাম্পকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তার দল রিপাবলিকানের নেতারাই।