মো: শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন পরিষদ থেকে ইন্দুরকানির ৪ কিমি. কাপেটিং রাস্তার উদ্ধোধন করা হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এ রাস্তার উদ্ধোধন করেন।
এ উদ্ধোধন উপলক্ষ্যে চিংড়াখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এমদাদ, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, চিংড়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হাওলদার, যুবলীগ ইউনিয়ন সভাপতি আবু হাসান হাওলাদার, ইউপি সদস্য মো. সোহেল খান, ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ন্টাু বক্স সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে চিংড়াখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে চিংড়াখালী ইউপি থেকে ইন্দুরকানি সড়কের ফলক উম্ভোচন করেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী চিংড়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার নেতৃত্বে শত শত সমর্থক সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সংসদ সদস্য মিলন।