বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২জন মারা গেছেন। তারা দুজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। তারা হলেন, জেলার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা মজিদা খাতুন (৭৫) ও কাহালু উপজেলার নারহট্র এলাকার জাকির হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৬৫)। ফরিদা চিকিৎসা অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালের অরপিসিআর ল্যাব ক্রটির কারনে চারদিন ধরে বন্ধ থাকায় সেখানে করোনা নমুনা পরীক্ষা হচ্ছে না। জিন এক্্রপার্ট মেশিনে সীমিত আকারে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা নমুনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন। এতে সাধারন মানুষের চরম সমস্যা সৃষ্টি হয়েছে।