মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপির নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর একান্ত সহকারী শাহ সবুর হোসেন বিদ্যুৎ গাইবান্ধা সদর থানায় একটি জিডি করেছেন।
শাহ সবুর হোসেন বলেন, কে বা কারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য হুইপ মাহাবুব আরা বেগম গিনির জনপ্রিয়তা নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার আহźান জানিয়েছেন তিনি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।