মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি : মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহানীতে আব্দুল গোফ্ফারের বাড়িতে অগিśকান্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ১১ টায় উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহানীর মৃত আজিজার মন্ডলের ছেলে আব্দুল গোফ্ফারের বাড়ির একটি ঘরের চালে উপর দিয়ে অগিśশিখা বের হতে থাকে। বাড়ির আশেপাশের লোকজন তা দেখে চিৎকার করতে থাকে। পারাপ্রতিবেশিরা এগিয়ে এসে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনার স্থলে আসে। দীর্ঘ প্রায় এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ততক্ষণে বাড়ির টিনের ছাউনি সহ ঘরের কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় ১ লাখ টাকা ক্ষতি সাধণ হয়েছে। তাৎক্ষণিক ভাবে অগিśকান্ডের সূত্রপাতের কারণ জানা না গেলেও গৃহকর্তা আব্দুল গোফ্ফার জানান, প্রতিবেশির চুলার আগুন থেকে এই অগিśকান্ডের সুত্রপাত হতে পারে।