শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ গ্রহণ পাঠ করান গোন্দিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল। প্রধান অতিথি ছাড়াও শপথ গ্রহল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি শামছুল আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেখ, সহসভাপতি মোনারুল ইসলাম, সহসধারন সম্পাদক সাবু মিয়া ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক উৎপল চন্দ্র দাশ, প্রচার সম্পাদক অহেদুল হক, কোষাধ্যক্ষ মিলন চন্দ্র, কার্যকরী সদস্য ক্ষিতিশ চন্দ্র ও ভোলা সরকার, মৎস্য আড়ত সমিতির সভাপতি ছামেদ আলী সেখ প্রমুখ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সকল কর্মকর্তাকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়।