এম আর অভি, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. কামরুল আহসান (মহারাজ) এর তীক্ষ্ণবানের স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত কুপোকাত ।
গতকাল (১৪ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সরকার দলীয় মেয়র প্রার্থী মো. কামরুল আহসান (মহারাজ) বলেন, সুষ্ঠ নির্বাচনের অন্তরায়কে স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত- ই সুষ্ঠ নির্বাচনের অন্তরায় , তিনি আরও বলেন, কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা মারামারি করেছে ,সেখানে স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত যারা মেরেছে সেই কাউন্সিলর প্রার্থীর সহযোগীতা করতে থানায় এসেছিলেন, বরগুনা স্টেডিয়ামের পিছনের আশ্রয়নে ডিবি পরিচয়ে নৌকার সমর্থকদের মারধর ও ঘরভাংচুর করা হয়েছে। আমরা ও আমার দল একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। কোথায় কখন পদ- সভা জনসভা তা দলীয় সিদ্ধান্ত মতে হচ্ছে। যেখানে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীদের আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই । সেখানে দল থেকে বের হয়ে বিদ্রোহী করে স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত এর আ,লীগের প্রার্থীর বিরুদ্ধে যত অভিযোগ। মূলত স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত সুষ্ঠ নির্বাচন বানচাল করতে ষঢ়যন্ত্র করছে।
তবে এ অভিযোগের বিরুদ্ধে স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত কে তাৎক্ষনিক ভাবে কোন উত্তর দিতে দেখা যায়নি।
বরগুনা সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার (পৌরসভা নির্বাচন) দিলীপ কুমার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার (পৌরসভা নির্বাচন) মো. নাজমুল হাসান ।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে আরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এ্যাডভোকেট মো. আবদুল হালিম ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল জলিল হাওলাদার লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা জালাল উদ্দিন হাতপাথা , স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত হোসেন জগ ও মহাসিনা মিতু হেলমেট প্রতীক ও
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন -চশমা , নাসরিন নাহার সুমি-অটোরিক্রাা , নিপা আক্তার -টেলিফোন , নুসরাত জাহান পলি-জবাফুল ,মমতাজ বেগম- আনারস, রোজিনা – বলপেন , আসমা আক্তার- আনারস, নাজমুন্নাহার বেবী- জবাফুল, রাহিমা-চশমা, ইয়াসমিন সুলতানা -আনারস, মনি দেবনাথ- টেলিফোন, হেপী আক্তার লিমা- চশমা, সামসুন্নাহার নাসরিন- অটোরিক্রাা , হোসনেয়ারা চম্পা – জবাফুল প্রতীক এবং
সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী মো. আকতারউজ্জামান- পাঞ্জাবি, মো তারিকুজ্জামান তালুকদার-উটপাখি, মো. মইনুল হাসান লিটন-টেবিল ল্যাম্প, মো. রুহুল আমিন- পনির বোতল, বাবুল চন্দ্র দাস- পনির বোতল, মো. আবু ছালেহ- পাঞ্জাবি, মো. সাইদুর রহমান সজীব- উটপাখি, মো. আল-আমিন- পনির বোতল, মো. মিজানুর রহমান খোকন- উটপাখি, গৌরঙ্গ সিকদার- ডালিম, মো. আকতারুজ্জামান লিমন– পনির বোতল, মো. রমিজ উদ্দিন মোল্লা- উটপাখি, মো. শহিদুল ইসলাম-টেবিল ল্যাম্প, মো. মাহমুদুল বারী- পাঞ্জাবি, মো. আব্বাস উদ্দিন-টেবিল ল্যাম্প, মো. জাহিদুল করিম বাবু- পনির বোতল, মনিরুজ্জামান জামাল- উটপাখি, মো. সাইফুল হক শামীম- ডালিম, , মো. কবিরুর রহমান- পাঞ্জাবি, মো. তৌহিদ মোল্লা- পনির বোতল, মোশারফ হোসেন খান- পনির বোতল, , আকবর হোসেন প্রিন্স- উটপাখি, মো.জাফর ইকবাল-টেবিল ল্যাম্প, মনিরুজ্জামান- ডালিম, রইসুল আলম রিপন- পাঞ্জাবি, মীর আরাফাত জামান তুষার-টেবিল ল্যাম্প, মো. আতাউর রহমান-পনির বোতল, মো. জাকির হোসেন- উটপাখি, মো.হুমায়ুন কবির- ডালিম, সুকদেব বিশ্বাস- পাঞ্জাবি, ফেরদৌসী বেগম- ডালিম, , মো. ফারুক সিকদার- উটপাখি, মো. মমিনুল ইসলাম মাসুদ- পনির বোতল উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভা সঞ্চালনা ও সার্বিক তত্তাবাধনে ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শহিদুল ইসলাম।
আগামী ৩০ জানুয়ারী বরগুনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকে সামনে রেখে এ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে সারাদেশে একযোগে ৬৪ টি পৌরসভা সাধারণ নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনের এরপূর্বে ৩১ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র তোলা ও দাখিলের শেষ দিন। প্রার্থীতা বাছাই ৩ জানুয়ারী , প্রত্যাহার ১০ জানুয়ারী ও ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।