মো: শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে পিতার বন্দুক নিয়ে ছুটে গেছেন এক যুবলীগ নেতা। এমন ঘটনার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে। সোমবার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভূক্তভোগী গ্রামবাসি।
জানা গেছে, ছোটবাদুরা গ্রামের জবেদা খাতুনের সাথে ১.৫৬ একর জমি নিয়ে আদালতে মামলা চলে একই গ্রামের সাখাওয়াত ফরাজীর সাথে। মামলায় জবেদা খাতুনের পক্ষে রায় হয়। সেই বুনিয়াদে জবেদা খাতুনের ছেলে আলী হোসেন ও তার স্ত্রী বকুল বেগম জমি চাষ করেন।
জানা গেছে, ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে বাক প্রতিবন্ধী আলী হোসেন মৃধার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ বছর ধরে প্রতিবেশী মৃত.আবুবকর ফরাজীর ছেলে হিরু ফরাজীর শত্রুতা ও মনোমালিন্য চলে আসছে। ঘটনার দিন গত সোমবার (১১ জানুয়ারী) আলী হোসেন মৃধার ছেলে সাইফুল মৃধা সহ পরিবারের লোকজন সকালে রোপনকৃত জমির ধান কাটতে যায়। এসময় হিরু ফরাজীর পুত্র ওয়ার্ড যুবলীগ সভাপতি বাবু ফরাজীর নেতৃত্বে সশস্ত্ররা তাদের উপর হামলা ও কুপিয়ে প্রতিবন্ধী আলী হোসেন মৃধার স্ত্রী বকুল বেগম (৪০), পুত্র সাইফুল (২৫) ও জনৈক মোশারেফ শেখকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এলাকাবাসী জানায় এসময় বাবু ফরাজী তার পিতার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। বন্দুক নিয়ে আস্ফলনের কিছু ছবি সামাজিত যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
এ বিষয়ে বাবু ফরাজী মুঠোফোনে রাত্র ৮.টা ৩০ মি: সময় বলেন, আমি হোগলাবুনিয়া ইউনিয়রেন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। উক্ত জমি অনেক আগে থেকে আমাদের দখলে। আমার বাবার নামের বন্দুক আমি ওখানে নিয়ে গিয়েছি আত্মরক্ষার জন্য। আমি কোন গুলি ছুড়িনি। আমি বর্তমানে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছি।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মুফতি মো: কামাল হোসেন বলেন, গত ১১ জানুয়ারী ভর্তি হয়েছিল এবং আজ ১৪ জানুয়ারী সকালে ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে যায়।
এ ঘটনায় মঙ্গলবার উভয় পক্ষের দুটি অভিযোগ এজার হিসেবে গ্রহন করেছে থানা পুলিশ।