মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ্ আবু নুরকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে গতকাল শনিবার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের কিছুদুর যাওয়ার পর পুলিশ মিছিলটিতে বাঁধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর থানা বিএনপির আহবায়ক ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাংগঠনিক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সহ-সভাপতি মোশফিকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক ইউনুস আলী দুখু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জাকিরুল ইসলাম, আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফেরদৌস অনিক, আতাউর রহমান, মামনুর রহমান পরাগ, মাহিদুল ইসলাম মিঠু, রেজাউনূল ইসলাম সুজন, কাজী রিপন, আব্দুল মজিদ, মোশারফ হোসেন, শরীফ, রতন মন্ডল, খন্দকার ফরিদুল ইসলাম, তৌফিকুর রহমান সাগর, ফারুক আহমেদ, আনায়ার রাখু, মাছুদ আকন্দ, ইমরান, মোঃ মাহফুজ, আলম জামান মিন্টু,আব্দুল লতিফ, আবু সাঈদ সরকার, মোঃ মিরণ, বাবু মিয়া, মো. বাবলু, রেজা মিয়া, ভরসা, সাইফুল ইসলাম, রেজাউল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সোয়েব হক্কানি, জেলা ছাত্রদলের সহসভাপতি ইমাম হোসেন দুলাল, সদর থানা ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক তাইফুর রহমান ফুয়াদ, মোত্তাকিন মন্ডল, আজাহার মিয়া, শাহীন মিয়া, সোহাগ হোসেন,স›ঞ্জু মিয়া প্রমুখ।