সুলতান আহমেদ,নেত্রকোনা প্রতিনিধিঃ জেলা প্রশাসনের নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রলায়ন মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করেন নেত্রকোণা পৌরসভার সফল মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান। পরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আশরাফ আলী খান খসরু এমপি,সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সুযোগ্য জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমীন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,এছাড়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নৃতৃবৃন্দ সকালে ছোটবাজারস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদবেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, সিনিয়ির সহ-সভাপতি বিজ্ঞ জিপি এডভোকেট আমিরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক নুর খান মিটু,সাংগঠনিক সম্পাদক বিজ্ঞ পিপি ইফতেখার উদ্দিন মাসুদ,অধ্যাপক ভজন সরকার, শামছুর রহমান লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান বিমল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দল সহ, সরকারি, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। সব কয়টি উপজেলাতেও শহীদবেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।