এম আর অভি, বরগুনা প্রতিনিধি:
বঙ্গবন্ধু গবেষণা সংসদের উদ্যোগে বরগুনা জেনারেল হাসপাতালে শীতবস্ত্র (কম্বল) ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ফ্রেরুয়ারী) বেলা ১১ টায় বরগুনা জেনারেল হাসপাতালের নুতান ভবনে স্টেট ব্যাংক অফ ইনডিয়া বাংলাদেশ অপারেশন (এসবিআই) এর আর্থিক সহযোগীতায় বঙ্গবন্ধু গবেষণা সংসদ ও চিকিৎসা সহায়তা কমিটি একাত্তরের ঘাতক দালাল র্নিমূল কমিটির আয়োজনে, শুভসংঘ বরগুনা সার্বিক ব্যবস্থাপনায় জেনারেল হাসপাতালে এ শীতবস্ত্র (কম্বল) ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মো. সোহরাফ উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার নব-নির্বাচিত মেয়র এ্যাড, মো. কামরুল আহসান মহারাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ সৈকত প্রমূখ।
শীতবস্ত্র (কম্বল) ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.জাফর হোসেন হাওলাদার, যুবলীগ নেতা মো. রুহুল আমীন , মো.জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধু গবেষণা সংসদের উদ্যোগে হাসপাতালে ১শ টি শীতবস্ত্র (কম্বল) ও কিছু পরিমাণ মাস্ক ,স্যানিটাইজার করোনা সুরক্ষা সামগ্রী বরগুনা জেনারেল হাসপাতালে তত্তাবধায়ক ডা. মো. সোহরাফ উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।