জয়যাত্রা ডেস্ক :
অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে বিমানে থাকা ২৩১ যাত্রী ও ১০ ক্রু। শনিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারের বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। তবে পাইলটের দৃঢ়তায় শেষ পর্যন্ত বিস্ময়করভাবে বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। খবর বিবিসি।
ডেনভারের আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে প্লেন থেকে পুড়ে পড়ে যাওয়া যন্ত্রাংশ।
এই ঘটনার প্রতিক্রিয়া হিসাবে, জাপান বোয়িং ৭৭৭ এর একই প্র্যাট ও হুইটনি ৪০০০ ইঞ্জিনের সাহায্যে সমস্ত বিমান সংস্থাগুলিকে এর আকাশসীমা এড়াতে বলেছে।
বোয়িং কম্পানিও জাপানের এই সিদ্ধান্তে সর্মথন জানিয়েছে। বোয়িং কম্পানি এরই মধ্যে ৭৭৭ মডেলের একই ইঞ্জন চালিত বিমানগুলো এখন বন্ধ রাখছে তদন্ত চলাকালীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ করছে ইউনাইটেড এয়ারলাইনস। সারাবিশ্বে বর্তমানে ৬৯টি একই মডেলের বিমান আছে। এর সবকটি এখন থেকে বন্ধ রাখা হবে।