Posted on

বাগেরহাটে পরিবার পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত


শামীম আহসান মল্লিক,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবারমান বৃদ্ধিতে নেয়া বিভিনś পদক্ষেপ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচলক শেখ মোঃ আদম, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি নকীব সিরাজুল হক, সাবেক সভাপতি বাবুল সরদার, সুশীলনের প্রকল্প সম্বনśয়কারী মোজাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাগেরহাট জেলা এ্যাডভোকেসি ওর্য়াকিং কমিটি পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালিকরণে স্থানীয় সরকারকে এ্যাডভোকেসির মাধ্যমে উদ্বুদ্ধ করনের ফলে বিগত তিন বছরে পরিবার পরকিল্পনা সেবার মান দৃশ্যমান উনśতি হয়েছে।
মেরী স্টোপস বাংলাদেশ-এর সহযোগতিায় বেসরকারী উনśয়ন সংস্থা সুশীলন ২০১৮ সাল থেকে জেলা এ্যাডভোকেসি ওর্য়াকিং কমিটি সকল সদস্যকে বিভিনś প্রশক্ষিণ দিয়ে তাদের দক্ষতা উনśয়নে গুরুত্বর্পূণ ভুমকিা রাখছে।
তাই জেলা পরিবার পরিকল্পনা ব্যবস্থা কমিটিতে জেলা এ্যাডভোকিেস ওর্য়াকিং কমিটির সদস্যদের অর্ন্তভূক্ত করলে আরো গতিশীলতা আসবে। জেলা প্রশাসক পরবর্তি পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
সভায় বিভিনś সরকারী বেসরকারী উনśয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।