Posted on

গোবিন্দগঞ্জে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার


শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিবার রাতে শাহারুল ইসলাম (২৪) নামের এক গামের্ন্টস কর্মীর রহস্যজনক মুত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেছে। মৃত শাহারুল পাশ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গুচ্ছগ্রামের হাতেম আলীর ছেলে।
জানা গেছে, রবিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নওদাপাড়া চাপড়িগঞ্জ ব্রীজের পাশে শাহারুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এদিকে, শাহারুলের মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।