Posted on

মশা নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস স্পেনের রাষ্ট্রদূতের


নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস এর রোববার ডিএনসিসির নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এসময়ে ঢাকার মশা নিয়ন্ত্রণে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত।

মেয়র আতিকুল ইসলাম মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন।
স্পেনের রাষ্ট্রদূত বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাইক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর-ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।’ তিনি বলেন, ‘নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সঙ্গে শেয়ার করতে চাই।’

সাক্ষাতকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।