ঢামেক প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ৩টায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগনে ইমতিয়াজ মাহমুদ সুজন জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তিনি তার বেডে ছিলেন। তখন হঠাৎ চারতলা থেকে ধোঁয়া উঠতে দেখে তাদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ৬তলা থেকে নিচে নামার সময় অসুস্থ হয়ে সিঁড়িতেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলেও সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে। মরদেহটি তার স্বজনরা নিয়ে গেছেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেন।
কিশোরগঞ্জের ভৈরব থেকে হাসপাতালে আসা কিডনি রোগী আবুল হোসেনের (৫৫) ছেলে জিহাদ হোসেন জানান, চারতলার জানালার পাশে এসিতে হঠাৎ আগুন ধরে যায়। এরপর কালো ধোঁয়া ওয়ার্ডের ভেতর ও চারদিকে ছড়িয়ে পড়ে। তখন হাসপাতালের চিকিৎসক, নার্সরা প্রথমে ছোটাছুটি করে বাইরে বেরিয়ে যায়। এরপর কিছুসংখ্যক রোগীকে তাদের স্বজনরা দ্রুত বাইরে নিয়ে যায়।
বিভিন্ন রোগীর স্বজনরা জানান, ৪র্থ তলায় আগুন লাগলেও ১০তলা ভবনটির প্রায় সব রোগী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ৪র্থ তলায় ডায়ালাইসিস ইউনিটে থাকা রোগীরা কেউ বের হতে পারেনি। পুরো সময়টুকু তারা সেখানে আটকে থাকেন।
চার তলার ডায়ালাইসিস ইউনিটে ভর্তি আরিফ হোসেন (৪০) নামে এক রোগীর স্ত্রী মরিয়ম বেগম জানান, আগুনের পরপর ইউনিটটি ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এটি দেখেই নার্সরা বাইরে চলে যায়। রোগীকে বের করার মতো কেউ ছিল না। কিছুক্ষণ পর একে একে সবাই আবার আসেন।
হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, আগুন লাগার পরপরই প্রথমে হাসপাতালের স্টাফ, নার্সরা আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। পরে আবার সব রোগীদের যার যার ওয়ার্ডে পাঠানো হয়।