নিজস্ব প্রতিবেদক: হঠাৎ ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়াল লিগের খেলা চলাকালেই মরাহ করতে যাওয়া নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছিল।
বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেল সাকিব।
সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ওমরাহ শেষে সোমবার দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেওয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরব থেকের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল নিজেদের পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দেশে ফিরেই সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব।