মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্য পুস্তকে ধর্ম ও জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যেগে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজার হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে অনুষ্ঠিত পথ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ করে সংগঠনের নেতাকর্মীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, আটোয়ারী উপজেলার শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আঃ হাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড়ের সদ্য সাবেক সভাপতি মাওলানা সৈয়দ মোঃ সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড়ের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।