মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি :
জাতীয় ভোটার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র মো. মতলুবর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের প্রসেনজিৎ প্রণয় মিশ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাহাজুল ইসলাম প্রমুখ।
শেষে প্রধান অতিথি হুইপ গিনি নতুন ভোটারদের মাঝে স্মাট কার্ড বিতরণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে পলাশবাড়ি উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সাংসদ অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।