মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। আটোয়ারী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাব্বু হক প্রধানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মুহাম্মদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধূরী রকি, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আবু তৌহিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম সহ উভয় প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ।
আলোচনায় বক্তারা আগামীতে সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার বিষযে ঐক্যমত পোষণ করেন। সেইসাথে উভয় প্রেসক্লাবের সদস্যগণের সমন্বয়ে আগামী কয়েক দিনের মধ্যে একটি পিকনিক আয়োজনের ব্যবস্থা গ্রহন করার জন্য আহবায়ক কমিটি গঠন করে দেওয়া হয়।