শামীম রেজা ডাফরুল,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন- জেন্ডার বৈষম্য করবে নিরশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার নারীদের বর্ণাঢ্য র্যালী, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাকিলা বেগম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, মোহনা টিভির প্রতিনিধি রাসেল কবির, ইন্সট্রাক্টর সুমি বেগম, হ্যাপি বেগমসহ অন্যান্যরা। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।