মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পূণ:র্বহালের দাবীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টসহ ৫জনকে উকিল নোটিশ দিয়েছেন বগুড়ার বিএনপি নেতা আব্দুল আজিজ হিরা।
তার পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. গোবিন্দ বিশ্বাস রবিবার এই নোটিশ প্রেরণ করেন। বিসিবি প্রেসিডেন্ট ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, বিসিবি’র সিইও এবং বগুড়ার জেলা প্রশাসককে ৭দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ প্রদানকারী বগুড়া জেলা বিএনপি নেতা ও জাতীয় মানবাধিকার সোসাইটি বগুড়া জেলা ইউনিটের সাধারন সম্পাদক আব্দুল আজিজ হিরা নোটিশে উলেখ করেছেন, শহীদ চান্দু স্টেডিয়াম বৃহত্তর রাজশাহী বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম। ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ২০০৪ সালে আইসিসি’র যুব বিশ্বকাপ অনু ষ্ঠিত হয়।
২০০৬ সালে আইসিসি’র ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শ্রীলংকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ দিন এই স্টেডিয়ামে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করায় আইসিসি ভেন্যু বাতিল করে। অবশেষে ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদকে এক পত্রের মাধ্যমে বিসিবি শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেকে প্রত্যাহার করে সকল মালামাল এবং জনবল সরিয়ে নেয়।
এটা বগুড়াবাসীর জন্য অত্যন্ত দু:খজনক উলেখ করে অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পূণ:র্বহালের জন্য বিসিবি প্রেসিডেন্টসহ সংশ্লিদের নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রদানকারী বিএনপি নেতা হিরা বলেন, ৭দিনের মধ্যে কোন জবাব না দিলে কিম্বা ভেন্যু পূণ:র্বহালের ঘোষনা না দিলে সুপ্রীমকোর্টে রীট দায়ের করা হবে।
উলেখ্য, বিসিবি শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু প্রত্যাহার করে নেয়ার পর থেকেই বগুড়ার সর্বস্তরের মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন।