শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা):গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিমের জীবিত মায়ের হাতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন।
মঙ্গলবার বিকেলে মো. আরিফ হোসেন মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীদের সাথে নিয়ে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিমের বাড়িতে যান।
এ সময় তিনি পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিমের পথচেয়ে কেঁেদ কেঁেদ অন্ধ হয়ে যাওয়া শহীদমাতা বৃদ্ধা আছিরন বেগমের হাতে ফুলের তোড়া, ফলমূল, পোষাক-পরিচ্ছদ ও নগদ টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
এরপর পারিবারিক কবরস্থানে সরকারি অর্থায়নে নির্মিত শহীদ বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিমের কবরে মোনাজাত করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফ হোসেন জানান, আগামী ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিজ হাতে পৌঁছে দেয়ার জন্য তিনি এখানে আসেন।
এ সময় তিনি জেলার একমাত্র জীবিত শহীদমাতার সাথে সাক্ষাতের এ মূহুর্তটিকে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ বলে জানান।
সাক্ষাতের সময়, গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আজাদ, মহিমাগঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংবাদিক মনজুর হাবীব মনজু, এবিএস লিটন এবং শহীদ ফজলুলল করিমের স্বজনরা উপস্থিত ছিলেন।