নিজস্ব প্রতিবেদক :আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সেই দিনকে স্মরণ রেখে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।
এবারও নানা আয়োজনে পালিত হবে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজনে কিছুটা মলিনতা থাকবে। কোনো জমকালো আয়োজন না থাকলেও সকাল ১০টায় র্যালি থাকবে।
রোববার (২ এপ্রিল) বিকেল থেকে গোটা এফডিসিতে সাজসজ্জার কাজ শুরু হয়। এছাড়া চলছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন টানানোসহ প্রবেশদ্বার নির্মাণ এবং আলোকসজ্জার প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’।
চলচ্চিত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।