শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শেষে উপজেলা কনফারেন্স রুমে ‘বাংলা নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা’ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) এস,এম আব্দুল্লাহ বিন শফিক, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সহসভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক এস এম রাসেল কবিরসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ।